০৩ অক্টোবর ২০২১

গোলাম রববানী




ক্যামনে ভালো বাসবে ভবে




কেউ কোনোদিন ভাবিনি যা

তা ভাবলে আর ক্ষতি কিসে

ভাবছি এবার পৃথিবীর সমস্ত সাগর কিনে নেবো

কিনে নেবো জলরাশি হাওড়-বাওড়-দীঘি-লেকো

জলের অতোটা অভাব পড়েনি

আকাশ ঝরণার ধারও ধারেনি

চোখের কোণে ফোঁটা ফোঁটা জলের জলনগর

জমে জমে এন্টার্কটিকা বরফের পাহাড় টিলা 

সমস্ত তুষার মরুভূমি আর বড় বড় বন বনানী 

মেঘে ঢাকা আকাশের মতো চোখের কোণে

উড়ে উড়ে চলে দিকদিগন্তে ঘনকালো ঘনবরষা 

চোখের কোণে সেট বেঁধেছে তুষারে ঢাকা অঞ্চল

গ্রামবাংলা শহরবন্দর নগর মহানগর আর বিজনবন

চোখের গভীরে চোখ গুজে রাখি সারাক্ষণ 

চোখ মেলতে খুলতে অতোটা আর ভালো লাগে না

অকাল বন্যা ঝড়ঝাপটা মাতাল হাওয়া চাই না

সুনামি বিরুদ্ধে সুনামি

হারিকেনের বিরুদ্ধে হারিকেন

চাঁদের মাটির বিরুদ্ধে মাটি

মোরার বিরুদ্ধে মোরা আমার ভালো লাগে না

চোখ খুলতে আমার আর অতোটা ভালো লাগে না


চোখ মেললেই ভেসে যাবে আমার ভালোবাসা

চোখ মেললেই তলিয়ে যাবে এ বিশ্বচরাচর 

আর সবুজে সবুজ ঘেরা বিস্তীর্ণ খোলা ময়দান

আমি ক্যামন করে বলো চোখ খুলি

আমি কেমন করে বলো বিশ্বাস ভাঙি

ভাঙা-গড়া খেলার মতন স্পর্ধা ক্যামন করে করি


আমি য্যানো বলতেই পারি 

চোখের কোণে একফোঁটা জল আমারি

জলে জলে জলাকার করে দেবো

ফোঁটা ফোঁটা জলে ছিটিয়ে দেবো 

ভালোবাসাময় এ রঙের পৃথিবী কতোটা দামী 


আমার এ জীবন ফোঁটা জলে ভালোবাসাময় থাক 

এক ফোঁটা জলে, থাক না তোমাদেরও 

কেউ য্যানো আর বলতেই না পারে 

ক্যামন করে ভালো বাসবো বলো এ ভবে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much