১১ সেপ্টেম্বর ২০২১

নাজমা আক্তার


অন্ধকারের হাসি


 

চারিদিকে নেমে আসছে অন্ধকার,

 চলছে জীবনের বেঁচে থাকার লড়াই। 

করুন আর্তনাদ আর ক্ষুধার্ত মানুষের কষ্টের ছাপ যেন স্পষ্ট ভাবে ফুটে উঠেছে প্রতিটি কোনায় কোনায়। 

প্রতিদিন মৃত্যুর সাথে লড়তে লড়তে মুখ থুবরে পড়ে থাকে মাটিতে, 

রাস্তার পাশে পড়ে থাকা মানুষগুলো 

রোদে তাপে ঝলসে যায় তাদের শরীর 

তবুও তাদের মুখে তৃপ্তির হাসি,

এভাবেই তারা অনেক কিছুই বুঝিয়ে দিচ্ছে  আমাদেরকে ।


1 টি মন্তব্য:

thank you so much