আবার কবিতা
কবিতার কথা যতবার ভাবি ততবার শব্দেরা ছুটি পেতে চায়।
মাঝে মাঝে মুষড়ে পড়ে হতাশায়।
দিন নেই রাত নেই
এখন তখন নেই
কবিরা শব্দ নিয়ে কাটা ছেঁড়া করে
তারপর কবিতা রচনায় বাহবা কুড়ায়।
পালা পার্বণ নেই
সময় অসময় নেই
সাদা পাতা শুধু ভরায় আমাদের রক্ত মাংসে
ভালো কবিতা লেখা হলে
কবির পকেটে সম্মান উঠে আসে।
ALOKE KUMAR DAS. আকাশ চিরস্থায়ী চিরদিন I আমরা শব্দের পূজারী I ভাবনা আমাদের ভাবায় I আমরা কবি I চোখের দৃষ্টি আমাদের সম্বল I লেখকের ভাবনা ই কবিতা I যা পাই ছন্দে ছন্দে বিলিয়ে দি মানুষের হৃদয়ে I যেহেতু I.
উত্তরমুছুন