১২ সেপ্টেম্বর ২০২১

কংকা চৌধুরী ( ইংল্যান্ড )


 ইচ্ছেডানার ইচ্ছে


আমার ও খুব ইচ্ছে করে 

ইচ্ছে মতো কিছু লিখতে

লিখার ছলে পাঠকের কাছে

মনের না বলা কথা লিখতে।


আমার ও খুব ইচ্ছে করে

ইট - পাথরের দেয়াল ছেড়ে

সেই- স্নিগ্ধ গ্রামে চলে যেতে

ক্ষেতের আলপথে এলোপাথারি হাঁটতে।


আমার ও খুব ইচ্ছে করে 

কাল বোশেখির ঝড়ো হাওয়ায়

কাঁচা - পাকা আম কুড়াতে

মনের সুখে শৈশবের সাথীদের সাথে।


আমার ও খুব ইচ্ছে করে

বৃষ্টি ভেজা বিকেল বেলায় 

খোলা চুলে দখিনা বারান্দায়

গরম কফির আমেজে বসতে।


আমার ও খুব ইচ্ছে করে

গোধূলীর শেষে নীড়ে ফেরা 

রঙ বে রঙের পাখি হতে

দূর থেকে দূরে- উড়ে যেতে।


আমার ও খুব ইচ্ছে করে

জ্যোৎস্না ভরা চাঁদনী রাতে

নদীর জলে নাওে বসতে

চুপটি করে নদীর কথা শুনতে।


আমার ও খুব ইচ্ছে করে 

অদ্ভুত সব বায়না ধরতে

মনের যত কথা -যতন করে

ডাইরির পাতায় লিখে রাখতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much