আলিঙ্গন
নদী ও নারীর অবাধ যৌনতা,
ঝিরি ঝিরি বৃষ্টিতে মিলনের আলিঙ্গন।
মাছ ধরা নৌকা গুলো তখন বহু দূর ,
জলের নীচে প্রবাল,
সে এক বিচিত্র রঙ্গীন মিলন মেলা।
নিশাচর পাখিরা উড়ে বেড়ায়,
জোৎস্না অথবা অন্ধকার আকাশে।
চৈত্রের খরদ্বাহে পিপাসার্থ চাতক পাখি।
ব্যার্থ মিলনের কুমিড়ের কান্না,
অবাস্তব স্বপ্ন গুলো বয়ে চলে,
খরস্রোতা বহতা নদীর মাঝে।
শিশির পরা ঘাসে প্রজাপতি,
নবরাগে উদ্ভাসিত পরাগ রেনুতে,
বাতাসে পরাগ শিশির ভেজা,
প্রজাপতি মিলনের কথা বলে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much