১২ সেপ্টেম্বর ২০২১

এন,এন,মুন

 



ভালোবাসার আখ্যানলিপি


ওগো আমার গোপন প্রিয়ে
কোন লগ্নে হারালো হিয়ে।
স্বপ্নে আস, স্বপ্নে যাও
ধরা ছোঁয়ার বাইরে রও।
তুমি আমি অহর্নিশি 
অসীমতটে আছি মিশি।
লক্ষ চোখের অন্তরালে
আবীরছোঁয়া তেপান্তরে, 
এই যে তুমি, এই যে আমি
মুগ্ধনয়ন, নিস্বান যামী,
তোমার আমার রুদ্ধ বাণী
তুমিও জানো, আমিও জানি।
শুক্লাম্বরী তিথি জুড়ে
তুমি আমি সংগোপনে, 
নিতুই ভিড়াই সাঁঝ পেরুলে
অপেক্ষারই তরী খানি।
কৃষ্ণপক্ষের দিন গুলিতে
তোমার আমার হৃদয় ভাঙ্গে।
সেই তো আবার আশায় থাকি
আসবে কবে শুক্লাপক্ষী
 ফেলবে ছায়া হৃদয় পটে,
কইবো কথা মৌনব্রতে।
আমরা কি আর সত্যি জানি,
তোমার আমার ভাগ্যলিপি!
আমার বুকের নীলাম্বরে
তোমার শুভ্র ছায়া পড়ে,
মুখোমুখি তুমি আমি
মহাকালে মিশে আছি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much