মাটির খুকুই খাঁটি
খুকুর এখন প্রাপ্ত বয়স হয়েছে
দেবো তার বিয়ে
মাসি পিসি এলো সবাই
ফুলের মালা নিয়ে।
আমার খুকুর বিয়ে হবে
রাজার ছেলের সাথে
তাইতো আজ খুশির দিন
বিয়ে হবে রাতে।
সন্ধ্যাবেলা খবর এলো
রাজা পাঠাবেন না বর
পণ নাদিলে বিয়ে হবেনা
পাঠালেন এই খবর।
খবর শুনে মেয়ের বাড়ি
কান্নার উঠলো স্বর
খুকুবলে নাইবা এলো
রাজ পুত্তর বর।
বিয়ে আমি করব না
দিয়ে টাকার পণ
রাজভোগ চাইনা আমি
চাইনা রাজ্যধন।
চাষির ঘরের বউহয়ে
সুখে করবো ঘর
সবাই আমার আপন হবে
থাকবেনা কেউ পর।
খুকুমণির কথা শুনে
সবাই হলেন অবাক
রাজার ছেলের বিয়ে হলোনা
কী দেবেন তার জবাব?।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much