প্রেম আরতি
হেরিয়া তব সুধাময়ী রূপ
তপস্বীর ধ্যান হয়েছে ভঙ্গ,
তপোবন ছেড়ে সাধনা ভুলিয়া
প্রেম যমুনায় মজেছে অঙ্গ।
মম মন্দিরে তব প্রতিমা বসেছে
উলুধ্বনিতে বাজিছে শঙ্খ,
ধূপের গন্ধে মাতাল মদিরা
অারতিতে ভাসে হৃদ মৃদঙ্গ।
ষষ্ঠী বুঝিনা; বুঝিনা দশমী
যেতে নাহি দেবো কস্মিনকালে,
পান করায়ে অাজি প্রেমেরো সুধা
পোড়াবো তোমায় হৃদ চিতানলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much