১০ সেপ্টেম্বর ২০২১

রোকসানা সুইটি



 কদাচিৎ দুঃস্বপ্ন

 


প্রতিশ্রুতি ছিলো সমুদ্রের বিশালতা দেখতে যাওয়ার,

নাকি মিথ্যা স্বপ্নের ব্যসাতী সাজিয়ে  প্রলুব্ধ করলে!

জানা হলোনা... 


সাহস হয় যদি কোন দিন একাকিত্বের বাঁধন ছেঁড়ার...

তবে কী শূন্যতা ঘেরা জীবন পূর্ণতায় ভরপুর হবে?  

কি এক কদাচিৎ দুঃস্বপ্ন গ্রাস করেছিলো , 

সেই চোখের বিস্ময়ে  বিশালতা খুঁজে পাইনি পড়ন্ত বিকেলে, 


পড়ে যাওয়া কফির মতোই  উপচে পড়লো স্বপ্ন গুলো...

পুড়ে যাওয়া স্বপ্নেরা ভাবনার করিডোরে হেঁটে যায় নিঃশব্দে...

তবে কি, কখনো কখনো অপ্রয়োজনেও ভালোবাসা হয়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much