১০ সেপ্টেম্বর ২০২১

মোহাম্মদ সোহেল রানা



ক্ষমা করে দিও দাদীমা



দাদীমা তোমার কোলে হয়েছি

আমি শিশুকাল থেকে মানুষ,

কত যাতনা দিতাম দাদীমা গো

যখন আমি ছিলাম ছোট্ট অবুঝ।


শীতের রাতে দাদীমা গো রাখতে 

আমায় তোমার ঐ বুকে জড়িয়ে,

দাদাভাই আমার শীতে কষ্ট পাবে

সর্বদা তুমি থাকতে সেই ভয়ে।


রাতের খাবার খাইয়েছো দাদীমা 

মোরে কত আদর সোহাগ করে,

দাদীমা তোমার সোহাগে শতকষ্ট 

মান-অভিমান যেতো আমার ঝরে।


দাদা কেমন দেখিনি আমরা কেহ

ছোট থেকে ডেকেছি দাদা তোমায়,

দূর প্রবাসে এলাম যখন আঁচল দিয়ে

মুখটি মুছে বলে ছিলে ভুলোনা আমায়।


ওগো দাদীমা তোমার দেওয়া শিক্ষা

আমি সর্বক্ষণ যাচ্ছি পালন করে।

কারো সঙ্গে করবে না ঝগড়া ঝাটি

শক্রকে ক্ষমা করে রাখবে বুকে ধরে।


নয়টি বছর প্রবাস জীবন আমার

দাদীমা সবার স্বপ্ন পূরণ করতে গিয়ে,

আজ কোরবানি ঈদের দিনে বিধাতা

পৃথিবী থেকে তোমায় গেলেন নিয়ে।


ক্ষমা করে দিও দাদীমা!শেষ বিদায়ে

পারলাম না তোমায় স্পর্শ করে দিতে,

পারলাম না রাখতে তোমার মনের আশা

নিথর দেহ কাঁধে করে গোরস্থানে নিতে।


দাদীমা তুমি ছিলে অতি পরহেজগার 

তার প্রমাণ দিয়ে গেছে এ মৃত্যু তোমার

কোরবানীর পবিত্র দিনে তুমি চলে গেলে

দোয়া করি পরকালে জান্নাত যেনো মিলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much