বাবা
আব্বু আমি তোমার মুখের মিষ্টি আম্মু ডাকটা আজও অনুভব করি।
আব্বু আমি তোমার মুখের মিষ্টি মৃদু হাসিটা আজও অনুভব করি।
আব্বু তোমার মনে পড়ে,
তুমি ভালবেসে ডাকতে আমায় "মিতু" আম্মু কোথায় রে?
আমি বলতাম এইতো আব্বু তোমার পাশে।
ফজর ও মাগরিবের ওয়াক্ত নামাজ পড়ে
বলতে আমায়,আম্মু একটু চা বানাতে পারবি কি?
বলতাম আমি,বসো তুমি আনছি আমি চায়ের সাথে সরিষা তেল আর লবনের মুড়ি মাখাটি।
মুচকি হাসি তুমি দিয়ে,
এইতো আমার লক্ষ্মী আম্মুটি।
আব্বু তোমার মনে পড়ে,
টেবিলে খাবার খেতে বসে আমার আচল দিয়ে তোমার মুখের ঘাম মুছিয়ে দেওয়ার স্মৃতি!!
মনে পড়ে তোমার,হাত পাখা দিয়ে বাতাস করতে করতে কতবার আমার হাত থেকে পাখাটা পরে গেছে,তুমি তখন বলতে আম্মু আর লাগবে না।
আমি তখন,মুখে হাসি নিয়ে একটুও থামতাম না...
আব্বু তোমার মনে পড়ে,
পড়াশোনা করতে করতে কখনো ঘুমিয়ে পরলে আম্মুকে ডেকে বলতে ওর দ্বারা পড়াশোনা হবে না,
আরও বলতে লেখাপড়ায় এতো আরাম চলে না, অনেক সাধনা করতে হয়,অনেক কষ্ট করতে হয়।
সময় আছে মেয়েকে বোঝাও!!
আর আমি তখন,আহারে কি ঘুম হা হা...
আব্বু তোমার মনে পড়ে,
তোমার চশমা,জামাকাপড়,পান সুপারি,মেডিসিন ইত্যাদি সবকিছুর দায়িত্ব আমি নিয়েছিলাম।
আর তুমি বলতে আমার পাকনা
আম্মুটি সবকিছুতে অলরাউন্ডার।
আমি তখন বলতাম কার মেয়ে দেখতে হবে না
হা হা....
আব্বু তোমার মনে পড়ে এসব পুরানো স্মৃতি?
নাকি সবটা ভুলে আমাদের ভুলে নিশ্চিন্তে আছো?
আব্বু মনে পড়ে এসব ভালবাসার কাহিনী?
নাকি সবটা ভুলো খুব আনন্দেই আছো?
আব্বু!আব্বু!ও আব্বু!!...
এসব যে আমার খুব মনে পড়ে,ভুলতে পারি না এই মায়ার বাধঁন!
কেন বললে না?ফোনটি করে আম্মুরে "মিতু" আমার খুব কষ্ট হচ্ছে তাড়াতাড়ি বাসায় রওনা হয়ে আয়?
কেন বললে না? তুমি সহস্র কষ্ট আঘাত একা বুকে নিয়ে হারিয়ে যাচ্ছো?
আব্বু ও আব্বু সত্যি কি
এসব এখন আর মনে পড়ে না?
আব্বু আমি তোমার মুখের মিষ্টি আম্মু ডাকটা আজও অনুভব করি।
আব্বু আমি তোমার মুখের মিষ্টি মৃদু হাসিটা আজও অনুভব করি।
আব্বু তোমার মনে পড়ে,
তুমি ভালবেসে ডাকতে আমায় "মিতু" আম্মু কোথায় রে?
আমি বলতাম এইতো আব্বু তোমার পাশে।
ফজর ও মাগরিবের ওয়াক্ত নামাজ পড়ে
বলতে আমায়,আম্মু একটু চা বানাতে পারবি কি?
বলতাম আমি,বসো তুমি আনছি আমি চায়ের সাথে সরিষা তেল আর লবনের মুড়ি মাখাটি।
মুচকি হাসি তুমি দিয়ে,
এইতো আমার লক্ষ্মী আম্মুটি।
আব্বু তোমার মনে পড়ে,
টেবিলে খাবার খেতে বসে আমার আচল দিয়ে তোমার মুখের ঘাম মুছিয়ে দেওয়ার স্মৃতি!!
মনে পড়ে তোমার,হাত পাখা দিয়ে বাতাস করতে করতে কতবার আমার হাত থেকে পাখাটা পরে গেছে,তুমি তখন বলতে আম্মু আর লাগবে না।
আমি তখন,মুখে হাসি নিয়ে একটুও থামতাম না...
আব্বু তোমার মনে পড়ে,
পড়াশোনা করতে করতে কখনো ঘুমিয়ে পরলে আম্মুকে ডেকে বলতে ওর দ্বারা পড়াশোনা হবে না,
আরও বলতে লেখাপড়ায় এতো আরাম চলে না, অনেক সাধনা করতে হয়,অনেক কষ্ট করতে হয়।
সময় আছে মেয়েকে বোঝাও!!
আর আমি তখন,আহারে কি ঘুম হা হা...
আব্বু তোমার মনে পড়ে,
তোমার চশমা,জামাকাপড়,পান সুপারি,মেডিসিন ইত্যাদি সবকিছুর দায়িত্ব আমি নিয়েছিলাম।
আর তুমি বলতে আমার পাকনা
আম্মুটি সবকিছুতে অলরাউন্ডার।
আমি তখন বলতাম কার মেয়ে দেখতে হবে না
হা হা....
আব্বু তোমার মনে পড়ে এসব পুরানো স্মৃতি?
নাকি সবটা ভুলে আমাদের ভুলে নিশ্চিন্তে আছো?
আব্বু মনে পড়ে এসব ভালবাসার কাহিনী?
নাকি সবটা ভুলো খুব আনন্দেই আছো?
আব্বু!আব্বু!ও আব্বু!!...
এসব যে আমার খুব মনে পড়ে,ভুলতে পারি না এই মায়ার বাধঁন!
কেন বললে না?ফোনটি করে আম্মুরে "মিতু" আমার খুব কষ্ট হচ্ছে তাড়াতাড়ি বাসায় রওনা হয়ে আয়?
কেন বললে না? তুমি সহস্র কষ্ট আঘাত একা বুকে নিয়ে হারিয়ে যাচ্ছো?
আব্বু ও আব্বু সত্যি কি
এসব এখন আর মনে পড়ে না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much