২৯ আগস্ট ২০২১

মুন চক্রবর্তী




ধ্বস্ত পৃথিবী 



ছায়াপথ ধরে হাঁটছে বিস্ফোরণ 

রেখে ছিলাম মল্লিকা বনের ঠিকানা

তবে কি রাস্তা ভুল করেছে ভূলুণ্ঠিত উড়ানা?

ধর্মের আস্ফালনে জ্বলছে কোমল শরীর

ব্যর্থতা নিয়ে ঘরে বসে আছে কৌশলী কারিগর 

মৃত্যুর পৃথিবী দেখার আগে, ভূমিকম্প আগ্নেয়গিরি উল্কাপাত সুনামি আসুক।

তবুও তো বেঁচে যাবে কোনো বাবার দেওয়া শাড়ির সম্মান

বেঁচে যাবে দেশ ছাড়ার যন্ত্রণা,নরক ভোগের দাসত্ব 

কোটি কোটি মৃত্যুতে লেখা থাকবে না ধর্ষন।

ধ্বস্ত পৃথিবীর জন্য প্রার্থনা করি একবার পশু হও

মানুষ শব্দটি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন না হলে

বনানীর উৎসব দেখবে না কোনো গ্রহ তারা

কত আর্তনাদের কান্না ঝরে পরলে নদী শুকিয়ে যায়।

ছুটির আয়োজন কর প্রকৃতি তোমার মৃত্যুতে দাঁড়াব নির্ভয়ে বাবার শাড়ি উপহারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much