২৬ আগস্ট ২০২১

মোহাম্মাদ আবুহোসেন সেখ




গোলাপি মানুষ

  


হে ত্রিভুবনের মানুষ 

ভাবিয়া করছোটা কি!

দাঁড়িয়ে যাও একটু খানি

দাঁড়িয়ে আছো যে ত্রিভুবনে।

ভাববার সময় কি নি,তাকে নিয়ে,

কি অপরাধ এই ত্রিভুবনের!

ভাববার সময় কি নি তাকে নিয়ে?

জীবনকে গড়ে তুলুন

গোলাপের মতো সৌন্দর্য করে।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much