ইতি
আর নয় অপেক্ষা
নয় পথ চেয়ে থাকা,
আর নয় ভালোবাসা
নয় মিছে স্বপ্ন দেখা।
আর নয় প্রেমের কথা
নয় কোন মিছে আশা।
আর নয় রাত জাগা
নয় নিরবে অশ্রু ঝরা,
আর নয় কবিতা
নয় কোন গান শুনা।
আর নয় কাছে আশা
নয় আর ছবি আঁকা,
ইতি টানলাম আজি
হলাম শুন্য সব ঝেড়ে।
মিছে সব প্রেম,
মিছে ভালোবাসা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much