২৬ আগস্ট ২০২১

মিতা নুর



 এক টুকরো নিশ্চুপ পাথর

                      

কি সুখ পেলে তুমি এমন করে...?

আমি যে প্রতি মুহূর্তে পুড়ে ছাই হচ্ছি তোমার জন্য, 

তবুও কোনোদিন তোমাকে অভিশাপ দেবোনা। 

আমার প্রাণের ঘরে যে আগুন তুমি  জ্বালিয়ে দিলে! 

ঐ আগুনে পুড়ে ছারখার হচ্ছে আমার কলিজা,

যে কলিজায় তোমায় রেখেছি.....! 


আমার খুব  ইচ্ছে ছিল ! 

তোমার আমার  স্বপ্নে  ঘেরা সংসার হবে, 

সেখানে থাকবে ভালোবাসা পরিপূর্ণ... 

আমার অধিক বিলাসিতার  ইচ্ছে ছিলো না,  

ছিলো না টাকা পয়সার লোভ,

আমি চেয়েছিলাম ভালোবেসে সুখী হতে।


আজ সব আবেগের  কৌটা বন্ধ ঘরে  আটক হলো, 

ভালোবাসা   জানালা দিয়ে পালিয়ে গেল, 

আজ নিজেকে মনে হচ্ছে.... 

যেন হাজারো অভিযোগের ভীড়ে,আমি'

এক টুকরো নিশ্চুপ পাথর !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much