উৎকণ্ঠা
প্রিয়তম,
মরুগোলাপ পামিরা পাঁপড়িশূন্য হয়ে —
মরাডালে লটকে আছে,
প্রজাপতিরা আজ পামিরা বিমুখ!
তুমিও কি পামিরার ভাগ্যবরন করতে যাচ্ছো?
পামিরার পাখিরা ফেরেনি আর ;
তুমিও কি পাখিশূন্য হতে যাচ্ছো?
বাজপাখি উড়ছে চক্রাকারে —
সোল্লাসে মেতে ওঠে শকুন, শেয়াল।
বিহ্বল চিত্তে দিকবিদিক ছুটা হরিণশাবকের মতো ;
তুমিও কি কেবল হারাচ্ছো পথ?
প্রিয়তম,
'সময় গেলেে সাধন হয় না '
অপুর্ব অপুর্ব, মানব জীবন ঘনিষ্ঠ কবির সুন্দর কাব্যিক উপস্থাপন। শুভকামনা নিরন্তর।
উত্তরমুছুন