১৩ আগস্ট ২০২১

বেঞ্জিন বেঞ্জয়েট ( মালয়েশিয়া )

 



নারী-পুরুষ 


 আহা দেব ঠাকুর শিব ব্রাহ্মণ পূজারী 

 আজ তোমারই দিন দিনমান গুজারি। 

 সারারাত যে সঙ্গী ছিলেন লীলাখেলায়, 

 ডাকিলে বেশ্যা তাহারে বেলা অবেলায়। 

 রাতের প্রমাণ নাহি ডাকি তাই দেবশিব -- 

দিবালোকে সিংহাসনে রাজার সচিব। 

 এ ধরায় নারীকুল কেবলি খেলার পুতুল, 

 শুধু খেলিবার আশে দিয়াছি তাহারে ফুল। 

 ফুলেই নারীকুল ধন্য আর দেমাগি বেশ, 

 বিছানাতে গিয়া নিঃশ্বাস হয়ে যায় শেষ। 

 প্রভাত পাড়ি দিয়ে ফের দম ফেলা শুরু, 

 অত:পর ফের ঐ শিব ঠাকুর পূজার গুরু। 

 যুগে যুগে নারী তুমি থাকিলে মূর্তিমান, 

 নিজেকে বিলিয়া দিয়া করিয়াছ ম্লান। 

 নিজেকে করিতে পার নি অগ্নিমূর্তিমান, 

 যুগে যুগে পাইবে তাই তাহার প্রতিদান। 

 এই দায়ে দোষী নহে কোন পুরুষ 

 তুমিও দোষী নহে লোভী আত্মার দোষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much