ছবি ও স্মৃতি
0
সে তো অনেক দিন আগের কথা।
ছবিটি কি এখনো দেয়ালে আগের মতোই বাঁকা হয়ে ঝুলে আছে?
জানি তো থাকলেও একরাশ ধূলা জমে আছে,
চার দিকে হয় তো বেহায়া মাকঁড়সা জাল বুনেছে।
ওই ছবিটার সাথে যে দেয়ালটা মরার মতো দাঁড়িয়ে আছে ওটাই
জীবনের বাধা।
আবার কোন এক বসন্তে পাখির ডাক,শ্রাবণের অঝোর ধারা,
তিলোত্তমা গালে বৃষ্টির ফোটা,পাহাড়ী ঝর্ণার কলতান,
অজানা ফুল মৌ মৌ গন্ধে ভরা
জানো তো কতো বিনিদ্র রজনীর যন্ত্রনার দাবানলে পোড়া এই আঁখি।
ছবির রঙ রেখা গুলো হৃদপিন্ডে যে শিরা উপশিরা
তারই ক্ষতচিহ্ন।
তোমার ওই তৃতীয় নয়নের অনুভবে কখনো হয় তো
দেখার অনুভব করনি। তবুও
একই দেশ,একই পৃথিবী শুধু এ পাশ, ওপাশ।
মাঝখানে ভয়ঙ্কর এক বাঁধন।
জানি তো ফিরবে,তবুও ক্লান্ত সময় পিঞ্জরে বার বার দোলা দেয়।
শুধু তুমি ভাল থেকো ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much