শুধু তোমার জন্য
কবি হবো, শুধু তোমারই জন্য আজ আমি কবি হবো
কবিতার গায়ে তোমার নামে স্বর্গঙ্গা বিছিয়ে পরিচিতি পাবো
কবি ও কবিতা সবটুকু নিপুণতা কৃতিত্ব
দক্ষতা শুধু তোমারই জন্য
শতজনমে শতবার চেয়েছিলাম পাঠক
হয়ে ,না হয় কবিতা হয়ে জন্ম নিব।
শুধু তোমারই জন্য আমি আজ শব্দের
কোলাহল হতে ছন্দ কুড়িয়া কবি হবো !
কেনও ছুঁয়ে দিলে , ছোঁয়া পেয়ে হয়ে গেলাম
কবি কেনও বানিয়ে দিলে কবি
যে ছন্দে হয়তো শব্দ বুকে নবান্নের উৎসবে
মাতোয়ার আমি ধারন করি কল্পিত সেই ছবি ..
তোমার এই কণ্ঠ আওয়াজ যেন রাখালি বাশির
সুর ভাবিয়ে দেয় , হয়ে যাই কবি অনন্য সবি।
সত্যি বলি বেশি না হলেও একটু স্পর্শ দিয়ে যেও
এতো কাছে , স্বপ্নের কাছাকাছি ,
ভয় হয় যদি হারিয়ে যাও , দূব থেকেও খুজে নিও
আমি প্রতিবার তোমাকে যেভাবে ছুঁয়ে দেই ,
তেমনি করে মনে রেখো, আমাকেও ছুঁয়ে দিয়ে যেও
তোমার জন্য আমি কবি হবো , কবিতা লিখবো !
আমাকে তুমি তোমার হৃদয় মাঝে খুজে নিও ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much