১৩ আগস্ট ২০২১

কাউসার আলী সিডনি অষ্ট্রেলিয়া

 স্বপ্নের তুলিতে আঁকা ছবি 



 ( বিষন্ন বিনিদ্র লকডাউনের ) 

 চারদেয়াল 

হৃদয়ের চিহ্ন এঁকে স্বপ্নভ্রমে, 

দশ আঙুলে ছিঁড়ে ফেলে! 

তৃষ্ণার্ত ঠোঁটের চিহ্ন নিয়ে; 

রঙিন কার্পাসের ধূলাবালি 

মন ছোঁয়া শব্দাবলী। 


ভোকাট্টা স্বপ্নে চন্দ্রঘুড়ি উড়াউড়ি 

মধ্যরাতে প্রেমের আহ্লাদ মেখে 

চোঁখ বুজে থাকি, 

নিপুন তাঁতিদের মত চোখের পাতায় 

কত স্বপ্নের আই-ভ্রু আঁকি। 


 ঠোঁটে ঠোঁটে তরল জোসনা 

তবুও আহত অশ্বের মত লাফিয়ে উঠে 

তোমাকে একটিবার ছুঁতে চাই। 


 সুন্দরকে ছোঁয়া অনধিকার 

ঘুম ভাঙলে চেয়ে দেখবো 

সুন্দরবেশী তুমিই আমার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much