তোমাকে মনে পড়ে
মামুন তালুকদার
অলস দুপুরে ঘুম ঘুম চোখে
তোমাকে মনে পড়ে,
মুষল ধারে বৃষ্টিতে একলা ছাতা মাথায় দিয়ে
তোমাকে মনে পড়ে।
কারণে-অকারণে মনে পড়ে,
যখন তখন একশো বার মনে পড়ে।
ক্লান্তিময় কর্তব্য শেষে পথের মোড়ে মোড়ে
তোমাকে মনে পড়ে।
রবি ঠাকুরের শেষের কবিতায়
তোমাকে মনে পড়ে।
পিচ ভেজা রাস্তায়
হুড খোলা রিকশায়,
তোমাকে মনে পড়ে।
পূর্ণিমার জ্যোসনায়
রাজহংসী নৌকায়
তোমাকে মনে পড়ে।
সমুদ্র কল্লোলে কেমন হাহাকার জাগানিয়া শব্দে
তোমাকে মনে পড়ে, খুব মনে পড়ে।
গোধুলির স্নিগ্ধতায় চুল ওড়া বাতাসে
তোমাকে মনে পড়ে,
উদাসীন বিকেলে ঢেউ তোলা চায়ের কাপে
তোমাকে মনে পড়ে।
পাহাড় চুড়ায় মেঘের ছোঁয়ায়
তোমাকে মনে পড়ে।
জোনাক জ্বলা পাহাড়ী রাতে
তোমাকে মনে পড়ে, ভীষণ মনে পড়ে।
কথার খইয়ে তুরি মেরে উড়িয়ে দেয়া
বিরক্তিকর যানযটেও তোমাকে মনে পড়ে।
অকারণে একশো বার যখন তখন মনে পড়ে,
তোমাকে মনে পড়ে।
চমৎকার লেখনী
উত্তরমুছুন