২৭ জুলাই ২০২২

কবি মাহাবুব টুটুল এর কবিতা "না দুঃখ না প্রেম"





না দুঃখ না প্রেম
মাহাবুব টুটুল 

অনুভূতি জড়ানো দুহাতে হাত রেখে 
সকাল কিনতাম ইচ্ছের দামে,
অবারিত সময়ের পরাগ মেখে 
মেলে ধরতাম ভাবনার আকাশ ।
নির্লিপ্ত মেঘের চোখে দেখেছি
অনন্ত পিপাসার শিহরণ ।
পাহাড় ধসের মত সময় ঢলে পড়ে
পশ্চিম দিগন্তের শেষপান্ত বিন্দুতে 
তবু আকাংখা প্রজাপতির প্রলেপ মাখায় 
মনের সংগোপনে।
বিকেলের পরাগ রেণু ছুঁয়ে ছুঁয়ে 
বন্ধনকে দৃঢ় করে কংক্রিটের আবরণে 
জিঘাংসার পায়রা উড়তেই সন্ধ্যা নেমে আসে ।
রাত্রিতে ভাবনায় জড়ানো জিঘাংসার প্রতিধ্বনি 
আন্দোলিত করে প্রতি মুহুর্তে,
কিন্তু না দুঃখ, না কান্না, না প্রেম নাকি অন্য কিছু 
বুঝে ওঠার ছলে মেঘের ভূকটি মেলে ধরি
প্রাণের জড়িত শিহরণে
তখন,দুচোখ ভরে ভালবাসার নির্যাসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much