তখন পুরুষ হয়ে উঠি
এইচ আলিম
তোমার ঠোঁটের ভাজ,
নাকের গড়ন আর-
চোখের ভাষা পড়তে পড়তে
পুরুষ হয়ে উঠি।
পুরুষ হলে, তুমি কি-
গোলাপেরমত লাল হয়ে যাও?
আমার লাল কিম্বা কালোতে কিচ্ছুই
আসে যায় না। আমি চাই-
তুমি প্রকৃতিরমত প্রশস্ত হও
প্রশস্ত হতে হতে
বুকের বনভূমিতে বসত গড়ে তোল।
অথচ, সেদিন তোমার উড়োচুলের
ঢেউ দেখেই প্রেমে পড়ে গেলাম।
তোমার হাতের মেহেদি রঙ
চোখের কাজল,
কানের ঝুমকো,
কলাপাতা জামা,
কালো রঙের জুতা,
কাচের চুড়ি, নেইল পলিশ
চুলে ভরা ভাজ করা কাঁধ
কফিমগে লিপিস্টিকের ছোঁয়া
দেখতে দেখতে আবারো-
আবারো মন পুরুষ উঠি।
জলপথের পথিক
এইচ আলিম
একদিন তোমাকে দক্ষিণের
টিপের কথা বলেছিলাম বলে
তুমি লাল রঙের টিপ পড়ে এলে।
লাল টিপ পড়লে আমার সূর্যের কথা মনে হয়।
বারবার যেন জ¦লে উঠি ক্রোধে,
বনে আগুন জ¦ললে ভেতরে পুড়ে যাওয়া
কঙ্কালের কয়লা দেখি। কি উত্তাপ তার।
তাপিত কয়লায় সব হেরে যায় আমার,
সকালের নাস্তা, দুপরের ভাত, রাতের রুটি
সব হারিয়ে যায়,
তথাপি তুমি কালো শাড়িতে লাল টিপ দিলে।
আমার শোকের বিষয় জেনে তুমিও মুচকি হাসো
তুমিও হাসতে হাসতে নতুন আয়নাতে দেখ
কলমিফুলের পড়ে থাকা পাপঁড়ি।
সব ভুলে যাও কি করে,
সব মুছে দাও কি করে,
হৃদয় পটে আঁকা ছবিও
মুছে দিলে দামী টিস্যুতে?
এবার ফিরে যাও লাল টিপের কালো শাড়িতে
আমি জলপথের পথিক...
জলবিহীন হাঁটি সবুজবনে।
চমৎকার কবিতা হয়েছে। কবিতার এরকম উন্নতিতে আমি আশাবাদী এ মান আর পড়তি হবে না।
উত্তরমুছুনতবে প্রথম কবিতার একদম
শেষ লাইনে-'
আবারে মন পুরুষ হয়ে উঠি। ' তে মন শব্দটি উঠিয়ে দিয়ে-
' আবার পুরুষ হয়ে উঠি ' লিখলেই কবিতার ভাবসুষমা বজায় থাকবে।
ভালো কবিতা লেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার পরামর্শ আমি সানন্দে গ্রহণ করেছি। আপনার প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।
মুছুনবেশ তো!
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ ও রাশি রাশি শুভেচ্ছা।
মুছুন