১৪ জুলাই ২০২২

কবি সুশান্ত হালদার এর কবিতা "বালখিল্য সমাচার" 





বালখিল্য সমাচার 

সুশান্ত হালদার 


সব ক্ষতি পুষিয়ে নেয়া যায় না 
যেমন বাবার ঋণ,মায়ের জঠরের ঋণ,দেশ ও মাটির ঋণ
দেশ বলতে বাতাস মাটি জল বৃক্ষ আকাশ পশুপাখির কলতান 
মানুষকে ইচ্ছে করেই উহ্য রাখলাম,কারণ 
মানুষ হলো সেই জীব
যারা শ্রেষ্ঠত্বের দাবিদারে ভুলে গেছে সব অতীত ইতিহাস 

তোমাকে ভালোবেসে বলেছিলাম নক্ষত্রের আদলে মুখ তোমার 
রাশিফলে যদি বিচ্যুতি হয় কক্ষপথ আমার 
নেটওয়ার্কবিহীন পৃথিবী যদি ডুবে যায় সমুদ্র তলে সিংহভাগ 
টানা বৃষ্টিতে যদি অবশিষ্টাংশও খুঁজে পাওয়া না যায় আর 
তবে কী ভুলে যাবে আমার দেয়া সব উপচার
যে ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরেছে কক্ষপথে সংঘর্ষ এড়াবার 

তিন তিনবার প্রদক্ষিণ শেষে এখন নক্ষত্র খুঁজি না আর 
সাড়ে তিন হাত মাটি পেলেই ভুলে যাব পৃথিবীর এইসব বালখিল্য সমাচার!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much