০৩ জুন ২০২২

কবি আশরাফ আজিজ এর কবিতা "সূর্যমুখি"





সূর্যমুখি 

আশরাফ আজিজ

 

কবে কোন পৌষালী থৈ থৈ চন্দ্রিমা রাতে বুকের আলো ফেলে আমাকে কুড়িয়ে নিয়ে ছিলে মনে পড়ে? 
মনে পড়ে-মাধবী ঝাড়ের সেই উসখুস পাতার নিস্বন 
তোমার নিঃশ্বাসে গুঁজে দিয়েছিল জোতির্ময় হৃদয়ের ওম
আজো সেই বিপুল মর্মরিত দিনান্তের কথাকলি গোধূলির শেষ চাহনির আরক্ত আকাশ আর মেরুন সূর্যাস্ত দেখলেই মনে পড়ে 
আর ভেতরে হু হু বয়ে 
ধূলো মাখা বিষন্ন হাওয়া,,, 

যখন একাকী নিদাঘ দুপুরে কিংবা রাতের অবসরে যাই লেখার টেবিলে 
হঠাৎ মনে পড়ে তোমার দিগন্ত জোড়া প্রাণখোলা অম্লান ফোয়ারা 
মনে পড়ে শিল্পত ভঙিমায় তোমার কথা বলার বিরল সৌন্দর্য আর তাতেই ভালোবাসার জ্যোৎস্না প্রথম বুকের দরোজা খুলেছিল,,, আজো মনে পড়ে,,,, 

তোমারও কি মনে পড়ে সেই শীতর্ব বিকেলে কুল কুল বয়ে যাওয়া নদীর মতো বয়ে যাচ্ছিল আমাদের আফোটা সময় 
দুজনের বুকের গভীরে ছিল ভোরের কাঁচা রোদের মতো স্বপ্ন 
আর সেই প্রাণখোলা নির্জন প্রহরে আততায়ীর মতো আমাদের ঘিরে রেখেছিল তিনটি খয়েরী শালিক 
মনে পড়ে,,, মনে পড়ে তোমার,,,,,? 

নিঃসঙ্গ স্মৃতির মতো আজো মনে পড়ে তোমার সেই বিস্মিত স্বপ্নময় চোখের আলোতে সেদিন ফুটেছিল শিশির-স্নাত একটি সম্ভাবনাময় ভোরের সূর্যমুখী।

1 টি মন্তব্য:

  1. চমৎকার ভাবে ছবি সহ লেখা ছাপা হয়েছে স্বপ্নসিঁড়ি সাহিত্য পত্রিকাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

    উত্তরমুছুন

thank you so much