সুখী পরিবার
শিবনাথ মণ্ডল
ছোটো পরিবার সুখী পরিবার
কথাটা মধুর
পিতামাতাকে কেউকেউ
করে দূরদূর।
বড় পরিবারে থাকতে বলে
লাগে বোকাবোকা
নিজ পরিবার নিয়ে
থাকতে চাই একাএকা।
বিয়ের আগে বাবা মা
হয় কত ভালো
বিয়ের পরে ছেলেদের
মুখ হয় কালো।
যারা মানুষ করলো তাদের
ভাত দিতে কষ্ট
বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে
বোলে দেয় পষ্ট।
ছোটো পরিবার সুখী পরিবার
কথাটি সোজা
বৌ বাচ্চা সবাই আপন
বাবা মা বোঝা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much