সত্য আলোয় সাজি
শেখ রাসেল
আমায় নিয়ে নিন্দা করে,পাড়ার কতোই লোক।
তবুও মা'গো আগলে রেখো,কষ্ট যতোই হোক।
কেউবা বলে লাফাঙ্গা আর,দেখতে কতোই পাঁজি।
হাতড়ে দেখো ভেতরটা ঐ,সত্য আলোয় সাজি।
দেয়না সমাজ সত্যি কথার,একটু খানিক দাম।
কটুক্তি আর নিন্দা পাড়ায়,দুঃখ ঝরায় ঘাম।
বিবেক যাদের মিথ্যা মোহ,তার থাকে কি হুঁশ।
পেটটা খেয়েই করছে বড়,দূর্নীতি আর ঘুষ।
যুগের এমন দস্যি ধারায়,দ্বন্দ্ব হাজার নীতি।
বুক ফুলিয়ে গাইবে তারা,সাম্য ন্যায়ের গীতি।
উচিত কথায় মুখটি কালো,সভ্য সমাজ পতি।
মনুষ্য জাত বিভেদ গড়ে,মূল্য নাই এক রতি।
আমরা নবীন সত্য করে,বললে সোজা কথা।
তোমরা প্রবীণ বুদ্ধিজীবি,পাও কি মনে ব্যাথা?
তেল মাখা ঐ মিথ্যে বুলি,গাইলে খুবই ভালো।
নইলে বেজায় তিক্ত হবে,মুখটা পুড়েই কালো।
আঁধার ঘরে গুমরে কাঁদে,সত্য উচিত বাণী।
বর্গী আমার সোনার দেশে,রসুন বুনায় জানি।
কলম যদি যায় গো থেমে,লিখতে কথা খাঁটি,
বিবেক তবে মরছে যেনো?সইবেনা মা মাটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much