২২ এপ্রিল ২০২২

কবি বিশ্বজিৎ মণ্ডল এর কবিতা "গোপন তরবারি"





গোপন তরবারি
বিশ্বজিৎ মণ্ডল

অদূরে পড়ে আছে বিষাদ মাখা ছুরি
হত্যা আঁকতে গিয়ে বার বার থেমে গেছে
অপ্রতুল বজ্রপাতে______

পড়ে আসা বিকেলে কনে দেখা আলোয়
মিশে যাওয়ার কথা ছিল যাচিত রক্তপাতে
অথচ ঘূর্ণির মত অনাহুত পোস্টকার্ডটা এসে
বলে গেল____ন হন্যতে..... 

ওখানেই যত বিপত্তি______
ছুরি ছেড়ে উড়ে গেলে হননের পিপাসা
থুবড়ে পড়ে থাকে,গোপন তরবারি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much