ত্রিমাত্রিক নদী
সালমা খান
আমাকে পাহাড় সমান ভালোবাসবে বলে
তুমি সাগর ছেড়ে ময়ূরাক্ষী নদী হয়ে কেনই বা এলে এই লিমুইছড়ির গভীর অরণ্যে।
প্রকৃতির আঁধারে নিজেকে বিলিন করে সুখ খুঁজে নিতে চাও ?
পাখির ভেজা পালকে আমার গায়ে তোমার জলের ছাপ ,
কিচিরমিচির শব্দে কি যেনো বলতে চায় ,
আমি পাখির ভাষা বুঝিনা হয়ত হবে, তোমার আমার ভালোবাসার গোপন কথা।
পাহাড়ের পাদদেশে পাথর নূড়ির ঘর্ষণ জেনেও কেনো আমার অঙ্গ ধুয়ে দাও ?
আমার বুকের মাটি নিয়ে তোমার বুক ভরাট করো পলিমাটিতে।
শুষ্ক হাওয়ায় বালুচরে ঢেকে রাখো তোমার অর্ধেক নদীর শরীর।
ঘোর বর্ষায় হারিয়ে ফেলো সঠিক পথের স্মৃতি চিহ্ন।
তুমি অবিরাম ছুটে চলো দিকবিদিক সুখের অন্বেষণে।
আমাকে ভালোবেসে নয় , তোমার হীম শীতল জলের পরশে আমাকেই করো ক্ষয়,
আমিও অবিচল খাঁটি বিশ্বাস নিয়ে এক পায়ে ঠাঁই দাঁড়িয়ে থাকি ,
নির্বিকার হয়ে অরণ্যের বোঝা মাথায় চেপে পথের পথিক হয়ে আসবে ফিরে আমার দিকে ছুটে।
তোমার জলে পা ডুবিয়ে আকাশ ছুয়ে দেখি,
তোমার ছায়া পড়ে নীল জলের আয়নার মায়ামোহে ,
তোমার ত্রিমাত্রিক প্রেম সমস্ত নীল চুরি করে নেয় মেঘনীলে।
আর আমার চখের গভীরে ভাসে তোমার ছোট ছোট ডিঙি নৌকা অথৈ জলে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much