শুধু একবার বলো, এবার এসো
মালা মুখোপাধ্যায়
খুব কম কিছু নয় আমার বয়স দেখতে দেখতে আশি পার , তোমরা এখনও মায়ায় বেঁধে রেখেছো, এবার আমাকে যেতে দাও, তোমরা সকলে একসঙ্গে বলো, শুধু একবার বলো, এবার এসো।
আমার এখন আর সূর্যের আলো দেখার তাড়া নেই
সকাল হলে মাঠে মাঠে ঘুরে ঘুরে সবুজ মাঠ দেখারও তাড়া নেই।
অসাড় হয়ে বিছানায় , দুই দুনিয়ার মাঝে বসে আছি মাঝির অপেক্ষায়।
চোখ বুঁজেও দেখতে পাই বড় থালার মতো লাল টুকটুকে পুবের আকাশে রবি
আবার জোৎস্না রাতে তোমার রূপের ছটা শশীর গায়ে।
আজ আমার অফিস যাওয়ার কোনো তাড়া নেই।
দুটো ভাত মুখে দিয়ে বাসের অপেক্ষারও তাড়া নেই।
তাড়াহীন জীবন
অচল জীবন
তেজহীন জীবন
এই পৃথিবীতে "কে কার"
বুঝতে শেখা জীবন
এসেছি একা যাবো একা
অনুভবে জীবন
বেঁচে মরে থাকা জীবন
হোক অবসান।
নেমে আসুক শান্তি
শুধু সকলে বলো,
একবার বলো, এবার এসো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much