আহা! সমাজ
তাহের মাহমুদ
সমাজ বড় কঠিন জায়গা
নষ্টরাই দামী
মারহাবা মারহাবা বলে
ডাকে বেনামী
অপসংস্কৃতির অপকর্মে
সমাজ রসাতলে
সংস্কৃতির চর্চা চলে
অর্থ-পেশীর বলে
মানের জায়গা ধনে খাইলো
সমাজপতির ঠাটে
পুথিবিদ্যার মানুষগুলো
মূর্খের পা চাটে
জ্ঞানী বিকায় অল্প টাকায়
গুণের কদর নাই
মানের বিচার অর্থের কাছে
মনের নাই যাচাই
চড়া সুদের অর্থে মরে
গরীব অসহায়
বিনা সুদে ঠক কারবারি
ধনী বনে যায়
মানবতায় মান নাই আর
ধনের হুকুমবাজি
নষ্টামিতে ভ্রষ্টাচারী
লেবাসধারী কাজী
মানুষ মরে মানুষ মারে
খুনে খুনে ক্ষয়
চারিদিকে লাশের মিছিল
বোধের অবক্ষয়
নেতার ভিড়ে সমাজ ঘিরে
দলকানাদের দল
পাড়ায় পাড়ায় পাতি নেতায়
হট্ট কোলাহল
কলি যুগের নষ্ট সমাজ
পথভ্রষ্ট পথিক
ভুলের মাশুল গুনতে গিয়ে
কষ্ট বাড়ে অধিক!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much