চলো গাঁয়ে ফিরি
শরিফুর রহমান
ফিরে যেতে ইচ্ছে করে গাঁয়ে
ভাল্লাগেনা স্বার্থপর -এ শহর,
মেঠো পথে হাঁটবো খোলা পায়ে
মন টেকে না অট্টালিকার 'পর।
সোঁদা মাটির গন্ধ ভালো লাগে
ভাল্লাগেনা কালো বিষের ধোঁয়া,
সবুজবীথি হৃদয় মাঝে জাগে
মন স্বাধে না স্বপ্ন অাকাশ ছোঁয়া।
গাঁয়ের মানুষ বড্ড সরল মনা
ভাল্লাগেনা মুখোশ পরা আপন,
পল্লী মায়ের বুকে ফলে সোনা
মন চাহে না শহরঘ্যাষা যাপন।
চলো ফিরি নীল-সবুজের কোলে
ভাল্লাগেনা হাজার সিঁড়ির তোপে,
গাঁয়ের স্মৃতি প্রাণে দোদুল দোলে
মন থাকে না ইট-পাথরের খোপে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much