০১ মার্চ ২০২২

কবি মিতা নূরের কবিতা




শুধুই ভুল বুঝে গেলে
মিতা নূর


শুধুই ভুল বুঝে গেলে
তুমি আমার না পাওয়া গল্প হয়ে রয়ে গেলে , 
কেমন যেন নিঃস্ব লাগে, শূন্য লাগে সব, 
বুকের ভেতর, একটা কষ্ট কষ্ট অনুভূতি হয়, 
অনুভূতি টা ঠিক কষ্টেও না,বেদনারওনা, কেমন যেন একটা চিনচিন অনুভূতি! 
সেই অনুভূতিতে সূক্ষ্ম একটা আফসোস জড়িয়ে আছে, 
অবশ্য এইসব অনুভূতিতে কারোর জীবন থেমে থাকেনি, 
আচ্ছা একটু বলবে আমায়,কি অপরাধে ভুল বুঝে চলে গিয়েছিলে? 
ভেঙে চুরমার করে গুছিয়ে রাখা সপ্ন গুলো!
তুমি সেদিন পেরেছিলে চলে যেতে, কিন্তু আমি পারিনি যেতে, 
আমি চাইনি তোমার থেকে দূরে যেতে,চাইনি এভাবে আমাদের  বিচ্ছেদ  ঘটে যাক।
সেদিন তুমি দিব্যি চলে গিয়েছিলে, একবারও চোখে পড়েনি তোমার, 
আমার চোখের বর্ষন, অথচ এই চোখে সামান্য জল টুকুও তুমি সইতে পারতে না। 
তুমি চলে যাওয়ার পর আমি একটু ভেঙে গিয়ে ছিলাম, ঠিক একটু নয়, 
অনেকটাই ভেঙে গিয়ে ছিলাম, তবে বিশ্বাস করো তুমি, কাউকে বুঝতে দেইনি আমি, আমি যে ভেঙে যাওয়া ভাঙাচোরা একজন। 
প্রতি সকালের আকাশে তোমায় খুঁজতাম, শিশির ভেজা চোখে, 
তোমার মুখটা ভেসে উঠতো কুয়াশার ভীড় ঠেলে, 
তখন আকাশের ডানাভাঙা পাখির মতো ছটফট করে মরতাম।
এমন করে কতটা ভোর কাটিয়েছি, তোমার অপেক্ষায়, 
ভেবে ছিলাম এই বুঝি ফিরবে, সব অভিমান ভুলে! 
একা একা কাটিয়ে দিলাম কুড়ি বছর, কুড়ি'টা  বসন্ত, তবু্ও অন্য কোথাও যাইনি, 
এসেছিল জীবনে অনেকজন, কিন্তু তোমার মতো করে কাউকে আপন করে নিতে পারিনি। 
একলা হেঁটেছি, গরম বালিতে পা পুড়িয়েছি, তবু কারোর হাত ধরে বৃষ্টি ভেজা সুখ নেইনি, 
আজ দুঃখ বিলাসীনী...!
অন্ধকারে  একলা একা আমি, লজ্জায় মুখ ঢেকে রাখি, আমি চাই  কেউ না জানুক, 
কষ্ট গুলো চেপে রাখি, মাঝে মাঝে গোলাপ কাঁটার মতো বুকে বিঁধে। 
তখন রক্তাক্ত হই খুব, তবু আমি পারিনি মন থেকে তোমায় সরাতে, 
হয়তো আর পারবোও না, আবার যেতেও পারবোনা তোমার কাছে। 
একটা শক্ত প্রাচীর  দাঁড়িয়ে আছে, তোমার আমার মাঝে, 
আজও তুমি আমায়, শুধুই ভুল বুঝে গেলে  !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much