যুদ্ধ নয় শান্তি চাই
সেলিম সেখ
বইয়ের পাতায় পড়েছি মোরা
যুদ্ধের সেই কথা,
স্বচক্ষে আজ দেখছে বিশ্ব
যুদ্ধের ওই ভয়াবহতা।
মাথার ওপর উড়ছে বোমারু
পায়না জনমানব ঠাঁই,
যুদ্ধের ওই রক্ত খেলায়
তাদের অনেক মজা চাই?
করতে যুদ্ধ মোকাবেলা
নিয়েছে হাতে অস্ত্র,
ভুখা পেটে চলছে তারা
পরনে ছিন্ন বস্ত্র।
দেশ বাঁচানোর তাগিদে
বেঁধেছে মাথায় কাফন,
যদি যায় প্রাণটা চলে
হয় যেন তাতে দাফন।
স্কুল-কলেজ বৈদ্যশালা
করেছে লুটোপুটি ধুলায়,
নতুন সূর্য দেখবে বলে
মনকে সদা ভোলায়।
যেথা যাই আঁখি মোর
দেখে শুধু শব,
মাটিতে শিশু নর-নারী
থামে না মোর ক্ষোভ।
মানুষ হোক শান্তিপ্রিয়
ফিরুক আবার শান্তি,
পৃথিবী হোক মানবপ্রেমী
কাটুক সকলের ভ্রান্তি।
থামুক যুদ্ধ ফিরুক শান্তি
করি মিনতি প্রভু,
এমন দৃশ্য দু নয়নে
চাইনা দেখতে কভু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much