হঠাৎ ভালোলাগা
সুপর্ণা চ্যাটার্জ্জী
কেমন করে হঠাৎ যেন ভালো লেগে গেল
সবকিছুকে।
ভালো লেগে গেল
দূরের সবুজ ও নীল দিগন্তকে।
ভালো লেগে গেল
বৈশাখ ও জৈষ্ঠ্যের ঝোড়ো হাওয়া
আর মেঘলা আকাশকে।
কেন জানিনা
খুব ইচ্ছে করে হাওয়ার সাথে ছুটে চলি
ক্ষেতের পারের আল ধরে।
কে যেন শুধালো কেমনকরে লাগল ভালো?
বলব নাগো সেই কথাটি,
সে যে আমার গোপন ঘরের আসল চাবি কাঠি।
ঐটুকু মোর সম্বল,
কেউ নিওনা কেড়ে
যা আছে মোর করনীয়
করব আমি সবার তরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much