হাসির রাণীকে নিয়ে কবিতা
গোলাম কবির
ফেসবুকে আমার একজন খুব কাছের
দিদিমণি আছেন, তিনি প্রায়ই লিখেন -
" একদিন হারিয়ে যাবো এই অভিনয়ের
শহর ছেড়ে! " কথাটা ভীষণ সত্যি!
কিন্তু কিরকম সাবলীল ভাবে লিখেন
কথা গুলো ভাবতে অবাক লাগে!
এতো হাসিখুশি মেয়ের এই লিখা পড়ে
হৃদয় আদ্র হয় প্রায়শই, অথচ তাকে
আমি নাম দিয়েছি " হাসির রাণী "!
মাঝেমধ্যে ভাবি কি এমন দুঃখ আছে
ওর যা সকলের কাছেই লুকিয়ে রাখে
অথচ কী সুন্দর করে মজার মজার
পোস্ট দিতেই থাকে অবিরাম!
মানুষের মুখ এখনো পড়তে পারলাম না
ভালো করে, কেউ কি পারে!
একটা মানুষ কী সুন্দর হাসে, সংসার করে,
কবিতা লিখে, মানুষকে হাসিয়ে মাতিয়ে
রাখে অথচ ঝিনুকের মতো নিজের
ভিতরের কষ্টকে লুকিয়ে রাখে সযতনে,
তখন আমারও বলতে ইচ্ছে করে -
সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ
এবং দেশের মানুষ গুলো!
( কবিতাটি কবি বৈশাখী দাস ঝিলিক দিদিমণি কে উৎসর্গ করলাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much