০৪ মার্চ ২০২২

এম এ শোয়েব দুলাল এর কবিতা




নদীও ভালোবাসা
এম এ শোয়েব দুলাল

নদীকে ভালোবেসে
নদীর কাছে এসো
নদীর মতো আপন করে
আমাকে ভালোবাসো।

নদীর জলে দেখবো শুধু
উতাল পাতাল ঢেউ
তুমি থাকবে আমি থাকবো
থাকবে না আর কেউ।

হেসে হেসে কথা বলে
হবো দিশেহারা
আমাদের দেখে হাসবে শুধু
আকাশের তারা।

কথা গুলো গুছিয়ে রাখো
সময়ের জালে
তোমার আমার ভালোবাসা
হবে মহাকালে।

1 টি মন্তব্য:

thank you so much