০৪ মার্চ ২০২২

কবি সানি সরকার এর কবিতা "খাঁচার বাইরেটা যেমন"




খাঁচার বাইরেটা যেমন

সানি সরকার



স্বপ্নে এত গোলাপ ফুটেছে বাগানে 
ওই শীতের গোলাপ 

খাঁচার বাইরেটায় এত হাসি, আনন্দ... 

মায়া-ডাক এমনি, ঘূর্ণির মতন 
ভেতরে তোলপাড়... 

কিন্তু ঘুর্ণির সময়কাল নির্দিষ্ট 

সূর্যের থেকে প্রকৃত আলো 
আর কিছু নেই,লক্ষ্য করো 
ঈশ্বর হাসছেন,একইভাবে সর্বত্র 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much