বিরহের বেহাগ
রেহানা বীথি
দাঁড়িয়ে থেকো না
মৃত শীতের অশ্লীল শব্দোচ্চারণে
ভেঙে যাচ্ছে, ভেসে যাচ্ছে
কলসির গল্প
পরকীয়ায় জড়িয়ে পড়ছে
রোদ আর কুয়াশা
একটু বোসো
না-হয় আধশোয়া হয়ে
চিবুকে তর্জনি রেখে একটু ভাবো
দুপুর, ভোর, সন্ধেবেলার গণিত
অতঃপর শবাসন
শিথিল...
পীড়িত মানুষের কাছে
জ্যোৎস্না চেয়ে বিরক্ত কোরো না
শবাসন থেকে উঠে বসে
বিরহ চাও তার কাছে
দু'হাত খুলে দেবে
চমৎকার প্রকাশ
উত্তরমুছুন