মাকে পেলেই শিশু খুশি
শিবনাথ মণ্ডল
জন্মেই পেয়ে গেলাম
মায়ের শীতল কোল
আদর স্নেহ দিয় মা
সর্বদা দেয় দোল।
মা,যে আমার দেবীর সোমান
বড়ো করে তোলে
বুকের সুধা দিয়ে বাঁচায়
সব ব্যাথা ভুলে।
সব কষ্ট ভুলে যায় মা
দেখলে শিশুর হাসি
মাকে পেলেই ভুলেযায় শিশু
আদরের মাসি।
শিশুর কাছে মায়ের মত
নেইকো কিছু আর
হতোভাগি হয় শিশু
নেই মা যার।
বড়ো হয়ে মাকে যেন
কেউ যেওনা ভুলে
মায়ের স্নেহ মাথায় করে
রেখো সবাই তুলে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much