তুই নামুক অসুখ-
মিতা নূর
যদি আমি সব ব্যথা ভুলে যাই.....
যদি ভুলে যাই তোর দেওয়া আঘাত....
তবে প্রতি রাতে তোকে ভেবে, শিশির চোখে কাঁদবে কে?
যদি ভুলে যাই তোর দেওয়া, তোর প্রিয় নাম
যদি পুড়িয়ে ফেলি জমিয়ে রাখা,স্মৃতিদের খাম
তবে দিন শেষে একাকীত্বের ভার সইবে কে?
যদি ঢেকে দেই হৃদয়ের আয়নায় রাখা, তোর প্রিয় মুখ...
যদি বেছে নেই ফের, নতুন কোনো সুখ...
তবে আমার মতো করে, তোকে ভালোবাস কে, শত বকুনি খেয়েও হাসবে কে..?
তার চেয়ে ভালো, আমার ভেতরই থাকুক...
খুব করে , তুই নামুক অসুখ !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much