পথের আত্মকথা
ফারজানা আফরোজ
মনের আরশিতে দেখি-
সেই চেনা পথ,
যেখানে ছুঁয়ে দিয়েছি স্বপ্ন সীমানা।
পথ যেন নীরব হয়ে বলছে,
নিজের আত্মকথা।
অনন্তকাল হেঁটে যেতে পারি,
এই পথ দিয়ে।
সমান্তরাল পথের বাঁকে-
থাকতে পারে চোরাকাঁটা,
কিংবা লুকানো চোরাবালি।
ধূলো ঝড় কিংবা তুষার ঝড়ের,
হাজারো ক্ষণের সাক্ষী এ পথ।
ধূসর আর উজ্জ্বল হাজারো স্মৃতি-
এ পথকে ঘিরে।
চাঁদ,তারাদের মেলা বসেছিল,
পাখিরা ফিরেছিল নীড়ে এই পথ ধরে।
চিরচেনা সেই পথে,
বারে বারে ফিরে আসি।
শিশির ভেজা পথটারে,
বড় ভালোবাসি ।
পথের মাঝে আঁকি,
জীবনের জলছবি।
একদিন শেষ হবে এই পথ চলা,
সব কাহিনী হবে চুপকথা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much