প্রথম প্রেমের শিরোনাম
সৈয়দ আহম্মদ আশেকী
বিরহের একেকটি সময়
কতো মহাকাল দীর্ঘ হয়
সে টুকুন
বিরহানলে প্রজ্জ্বলিত প্রেমিক জানে।
সুখ সময়ের সজ্ঞা খুবই ছোট্র হয়,
আঁভা ও সুবাস ছড়ায়ে যে ফুল ফোঁটে;
কালো ভ্রমর ও রঙিন প্রজাপতির
ডানার কম্পনে মাতুয়ারা করে কানন।
ফুলের কোমল পাঁপড়িগুলো মনলোভা হারালে
একদিন সুখ-মোহের গুঞ্জন ভাঙে,
আনন্দের মন্থন ফুরায়ে যায়।
আমার কাননে তুমি মৌসুমী
ফাগুণ হয়ে এসেছিলে।
অনিন্দ ভালোবাসার পরশে পরশে
মৃদু-মৃদঙ্গে ছুঁয়েছিলে পাঁপড়িদ্বয়,
এতো ভাবাবেগ! এতো মায়া-ব্যাকুলতায়
আমার হৃদয় কমলে জাগালে চৈতন্য।
কম্পন উঠেছিলো প্রতিটি লোমকূপে,
দেহের আপাদমস্তক আরশিনগরে,
মাইকোকন্ড্রিয়ার উষ্ণাঞ্চলে প্রাণানুভুতির
কেতনে পুলকে পুলকে দোল উঠে।
ভালোবাসার জন্য বহমান স্রোতধারায়
স্নায়ূর প্রতিটি কোষে বিদ্যুতায়িত হয়,
স্বর্গানুভুতির বিভোরে সুখের মলাটে আমি শিরোনামে লিখে দিলাম তোমার নাম।
সময় গড়িয়ে যায় দিবস-যামির প্রহরে প্রহরে,
কতকাল কতদিন চলে গেলো তুমিহীনা
সে টুকুন আমি টের পাই ক্ষণে ক্ষণে,
জীবনের অনেকটা পথ পার হয়েও
হৃদয়ের একাকীত্বে আজও খুঁজি তোমাকে।
পঁটে আঁকা ছবিটা শুধুই তোমার,
তোমাকে কি করে ভুলবো বলো?
তুমি ভালোবেসেছিলে বলে
আমার অস্তিত্বে তুমি কবিতা হয়ে গেছো,
বুকের প্রকোষ্টে বিরহের তপ্তানল জ্বালায়ে
আমাকে পোড়ায়ে পোড়ায়ে অতীতের
ভালোবাসাগুলোর সময় জাগিয়ে দাও।
প্রতিটি শব্দের কোঠরে কোঠরে
বিরহ তোষানলে হৃদয় পোড়ায়ে
আজও তোমার অস্তিত্ব টের পাই।
শিরোনামে মলাটের ভেতর খুঁজি তোমায়
প্রথম প্রেমের শিরোনাম
কখনও বদলানো যায় না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much