২৬ ফেব্রুয়ারী ২০২২

কবি শহিদ মিয়া বাহার এর কবিতা




ওফেলিয়া গঙ্গা নিতল
শহিদ মিয়া বাহার

ওফেলিয়া হাতে, বল্লরী রাতে বেঁধেছ বাধন 
হ‍্যামলেট নই তবু অকারণ
মৌ- শিহরণ, জলে-আলোড়ন 
পরিযায়ী চোখে চেয়ে চেয়ে দেখি
 বসন্ত -ছায়ার বয়লার দহন। 

আকাশ-কুঞ্জে কার
 চারু চারু মুখে তার শালবন সঙ্গীত দোলে
বাতাসের পলে পলে, ভৈরবী রাগ তুলে 
বেজে উঠে বিকেলের একতারা মন
হায় উচাটন---
নর্তকী চুলে চুলে 
হাওয়ায় হাওয়ায় দোলে
মৌতালী চোখের চৈতালী বন।

কঙ্কন হাতে, নির্ঝর রাতে  বাজাও তোমার ভায়োলিন সুর
কতদূর-- আর কতদূর---
আকাশ মেঘের সীমানা তাহার ?
আঁধার যাহার 
আরন‍্যক পথে, হেটে যেতে যেতে
বন্ধ কপাট খুলে, মন্দিরা চোখ তুলে 
কত তারে দেখাবো,কত তারে শেখাবো
মেগাবাইট মনের সমুদ্র অতল, 
আমি বার বার বহুবার 
ছেঁকে ছেঁকে ছুঁয়েছি 
 তাহার গঙ্গা মোহনা নিতল ।

1 টি মন্তব্য:

thank you so much