স্বপ্নের ভিতরে জীবনানন্দ দাশকে দেখে
গোলাম কবির
এই তো সেদিন-
ঘুমের ভিতরে দেখলাম ফার্মগেটের কাছেই
স্বপ্নের কবি জীবনানন্দ বাবু একাএকা
হেঁটে যাচ্ছেন আমাদের নির্মীয়মান
মেট্রোরেলের পথের ওপর দিয়ে,
তাঁকে দেখে হঠাৎ চমকে উঠে
জিজ্ঞাসা করলাম, " কেমন আছেন প্রিয় কবি? "
বললেন ভালো নেই খুব, ওখানেও তাঁকে খুব
জ্বালাচ্ছে সুরঞ্জনা, বনলতা সেন ও লাবণ্যদাশ।
ওখানেও বাংলার নদীমাঠ, ভাঁটফুল,
ধানসিঁড়ি নদী, কীর্তনখোলা আর
সন্ধ্যানদীর মায়া, গাঙশালিকের দলের
কথা ভুলতে পারছেন না কিছুতেই,
তাছাড়া আবার যে ফিরে আসবেন
এই বাংলায় কিশোরীর রঙিন ঘুঙুর
নাঙা পায়ে পরে হয়তো মানুষ নয়, শঙ্খচিল
কিংবা শালিকের বেশে সেই সুযোগও
আর এলোনা বলে কষ্টে আছেন খুব!
এটুকুই আলাপ শেষে কোথায় জানি
তিনি হারিয়ে গেলেন সেদিনের মতো!
অথচ আমি তাঁকে আবার ঘুমের ভিতরে
দেখবো বলে, আরো অনেক না বলা কথা
বলবো তাঁকে, তাঁর এতো অদ্ভুতসুন্দর
কবিতা লিখার রহস্য জানবো বলে
অপেক্ষার কুয়াশা ঢাকা মেঘের দিনে অপেক্ষা করতে করতে আবার ঘুমিয়ে পড়ছি প্রতিদিনই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much