২২ ফেব্রুয়ারী ২০২২

কবি সালমা খান এর কবিতা





ছায়া
সালমা খান 

ঘোর সন্ধ্যায় হাঁটছি নদীর 
পাশ ঘেঁষে, 
আমার ছায়া যাচ্ছে পিছু 
নিয়ে ,
মায়াবিনী ছায়া পড়েছে 
আমার মায়ায়।
আমার ছায়া পথে পথে  
আমায় শাসায়,
আমার ভঙ্গিমা নকল করে 
আমায় আগলে রাখে ।
পিছন ফিরে ছায়ায় 
বলি,
করিস কেন বাহাদুরি ?
জানা আছে তোর 
জারিজুরি। 
ঐ চেয়ে দেখ, আকাশ  
পানে।
একটু করে চাঁদের আলো
চেয়ে, 
গন্ধ গায়ক যাচ্ছে গান
গেয়ে ।
চাঁদ তখন মেঘের 
আলিঙ্গনে 
ঢেকে মুখ আলগোছে 
আনমনে।
অন্ধ ভাবে চাঁদের সঙ্গ
জোছনা বুঝি ধুইয়ে 
দিচ্ছে অঙ্গ । 
জানেই নাতো আচ্ছা 
বোকা অন্ধ ,
কখন যে চাঁদের দুয়ার 
হলো বন্ধ। 
তখন সে ভাবলো, এটাই
তার অন্ধকার,
এটাই আশীর্বাদ অন্ধতার।
 ঠিক ছায়া তোর ও নেই,
কোনো অধিকার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much