২২ ফেব্রুয়ারী ২০২২

কবি মিলাদ হোসেন এর কবিতা




একুশে ফেব্রুয়ারী  
মিলাদ হোসেন 

মাতৃভাষা বাংলা আমার 
সকল ভাষার সেরা
রক্ত দিয়ে এনেছি মোরা
তাইতো সবার সেরা। 

ভয় করেনি টিয়ার গ্যাস 
দামাল ছেলের দল 
চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে
রাস্তায় নামে ঢল। 

মায়ের ভাষা কেড়ে নিবে
এমন সাহস কার? 
জীবন দিয়ে রক্ষা করে 
সালাম রফিক জব্বার। 

২১ শে ফেব্রুয়ারী নয় শুধু 
স্মরণীয় এক দিন
রক্ত দিয়ে এনেছে যারা
স্মরণীয় চিরদিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much