১৯ ফেব্রুয়ারী ২০২২

কবি শিবনাথ মণ্ডল এর কবিতা




দৃষ্টি হীনকে দৃষ্টি দাও

 শিবনাথ মণ্ডল


যারা জন্মগত অন্ধ তারা
দেখেনি সুসজ্জিত পৃথিবী
তাদের মনে ফুটে ওঠে
কত জলছবি।
চোখের সামনে থাকতেও
সবিই  অদৃশ‍্য
জন্মে দেখতে পেলোনা চোখে
এত সুন্দর বিশ্ব।
যাদের দৃষ্টিআছে জানেনা তারা
দৃষ্টি হীনের ব‍্যাথা
অসহায় মানুষদেরজন‍্য দেহদান করার
সবাই দাও কথা।
যারা দেখতে পায়না চোখে
অসুস্থতায় অন্ধ
অনুভব করে শুধু
পায় নানা গন্ধ।
এত ব‍্যাথা বুকে নিয়ে
বেঁচেআছে যাদের প্রাণ
তাদেরজন‍্য কেন পারিনা দিয়েযেতে
মরণের পরে দেহ দান।
মৃত দেহখানি নষ্টকরার আগে
সমাজকে করেগেলে দান
গোটা বিশ্বটা এক দিন
হয়েযাবে সর্গের সমান।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much