২০ জানুয়ারী ২০২২

কবি শামরুজ জবা'র কবিতা




আমরা বাঙালী 
 শামরুজ জবা 

পরিচয়ে আমরা বাঙালী, বাংলা আমাদের ভাষা,
এই ভাষাতে কথা বলে মিটাই মনের আশা। 
বাংলা আমার জন্মভূমি, বাংলা আমার দেশ,
এই দেশেতে বসত করে সুখে আছি বেশ।
অল্প আয়াসে শস্য ফলে,উর্বর বাংলার মাটি,
ফলে, ফুলে ভরা অপরূপ সৌন্দর্যের ঘাটি। 
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সকলে ভাই ভাই, 
একে - অপরের বিপদ - আপদে সবাই এগিয়ে যাই। 

বাঙালী পরিচয়ে আমরা চলি এক সাথে, 
বাধা পেলে প্রতিহত করি শক্ত হাতে। 
শত্রুর বিরুদ্ধে লড়াই করে দিয়েছি বীরত্বের পরিচয়,
কখনই আপোষ করিনি আমরা ছিনিয়ে এনেছি জয়।

আমরা বাঙালী বীরের জাতি ইতিহাসের কথা, 
জাতির জনক বঙ্গবন্ধু আমাদের মহান নেতা। 
আজও আমাদের অধিকার কেও করতে পারেনি খর্ব,
বাঙালী বলে পরিচয় দিতে তাই করি সকলেই গর্ব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much