আবার মনে পড়ে
রাজেশ কবিরাজ
আমি শহরের মানুষের ভালোবেসে দেখেছি
পাইনি গ্রামের মানুষের সেই স্বাদ,
সেই স্নেহভরা মায়াবী হাত । সেই হাত -
কবে ছেড়ে এসেছি আমি ! তারপর
শেষ হয়ে গেছে কত অন্ধকার ভয়ঙ্কর রাত ।
তারপর ভুলক্রমে এক অচেনা রূপসী
নারীকে ভালোবেসে দেখেছি, তারা শুধু
খোঁজে রুপ আর কোটি কোটি টাকা ।
তারা চেনে না'কো কোনদিন মানুষের মন,
ভালোবেসে দেখেছি সেই রূপসীদের প্রতিক্ষণ ;
তারা করেছে আমায় বারবার বোকা,
তাই এখন খুব ভালোবাসি থাকতে একা একা ।
আমাকে দেখেনা আর খোলা সবুজ মাঠ,
আমিও দেখি না সেই পুরাতন খেয়াঘাট ।
সেই খেয়াঘাট, যে ঘাটের এপার ওপার -
দাঁড়িয়ে থাকে কত অচেনা মানুষ,
অনেক প্রতীক্ষায় সেই বয়ে চলা বিশাল
জলাধারী ঘোষখালি নদী হবে বলে পার ।
আমাকে টানে আমার সেই ফেলে আসা
মাতৃতুল্য আগলে রাখা সেই সবুজ গ্রাম,
সোনালী ধানের ক্ষেত, সেই -
চেনা মানুষের মুখ প্রতিনিয়ত বার বার ।
তারা আমাকে বলেছিল জাপ্টে ধরে
আমাদের ছেড়ে যাস না এই বিদেশে,
তবে যাচ্ছিস যখন যা, বাধা দেব না ।
তারা বলেছিল আমায় ভালো থাকিস বারবার,
মনে পড়ে যদি আসিস আমাদের দেখতে আবার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much